• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

শামীম ওসমানকে গডফাদার উপাধি আমি দিইনি : আইভী 


সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২২, ১০:০৪ এএম
শামীম ওসমানকে গডফাদার উপাধি আমি দিইনি : আইভী 
সেলিনা হায়াৎ আইভী (ফাইল ছবি)

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বলেছেন, “শামীম ওসমানকে গডফাদার উপাধি আমি দিইনি। এটা তার গত ৩০ বছরের উপাধি, শুধু নারায়ণগঞ্জ নয়, সারা বাংলাদেশের মানুষ তা জানে।” 

রোববার (৯ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জের বন্দরের ২২ নম্বর ওয়ার্ডে বন্দর খেয়াঘাটে প্রচারকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

আইভী বলেন, “আমার জনগণ কখনো কোনো সন্ত্রাসী, গডফাদার, চাঁদাবাজ, খুনিকে গ্রহণ করেনি। নারায়ণগঞ্জে স্থানীয় সরকার নির্বাচনে সেটা বারবার প্রমাণিত হয়েছে। আমার নারায়ণগঞ্জের জনগণ কখনো গ্রহণ করেনি, করবেও না।” 

আওয়ামী লীগের এই প্রার্থী আরও বলেন, “নারায়ণগঞ্জের ভোটাররা আমার কথা বলেন, ধর্মপ্রাণ মুসলমানরা আমার কথা বলেন। আমার বিরুদ্ধে খুব অপপ্রচার চালানো হয়েছে, বিভ্রান্ত করা হয়েছে। ধর্মীয় উসকানি দেওয়া হয়েছে। কোনোটাতেই কাজ হয়নি। আগেও হয়নি, ভবিষ্যতেও হবে না। আমি বিভিন্ন ধর্মের জন্য কাজ করেছি। আশা করি মুসলিম, হিন্দু, খ্রিষ্টান কেউ অপপ্রচারে কান দেবে না। সাধারণ মানুষ আমার পাশে থাকবে। তারা ভয় পাবে না।” 

আওয়ামী লীগ অনেক বড় দল, এখানে সবার স্থান আছে জানিয়ে আইভী বলেন, “জনপ্রিয়দের যেমন স্থান আছে, বিতর্কিতদেরও স্থান আছে। একটা বিশাল দলের মধ্যে সবাই থাকে। আওয়ামী লীগ একটি বিশাল বড় জনসমুদ্র। এখানে যে টিকে থাকার টিকে থাকবে, যে চলে যাওয়ার চলে যাবে। জনতাই ক্ষমতা, তিনি (শামীম ওসমান) আমার দলের লোক। তিনি সমর্থন দিলে দিবে, না দিলে না দিবে।”

গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইভী আরও বলেন, “জনপ্রতিনিধি জনগণের। গত তিনবার পাস করার পর আমি বলেছি, আমি সবার ভোটে পাস করেছি। কিন্তু আমার পরিচয় আমি আওয়ামী লীগ। আমি বংশগতভাবে আওয়ামী লীগ করি, আমি বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী। কিন্তু আমি কাজ করব সবার জন্য। আমি যখন রাস্তা করি তখন আওয়ামী লীগ, বিএনপি দেখি না। সুতরাং আমি দলমতের ঊর্ধ্বে উঠে কাজ করব। এখনো করছি, ভবিষ্যতেও করব। কিন্তু আমার পরিচিতি আমার জয় বাংলা।”

Link copied!